Posts

Showing posts from August, 2019
Image
কাজীরহাট/রাখালগাছী-আরিচা ফেরি সার্ভিস চালুর জন্য স্থান পরিদর্শন অন-লাইন ডেস্ক:  এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কাজীরহাট-পাটুরিয়া নৌরুটের কাজীরহাট ফেরিঘাট। গুরুত্বপূর্ণ এই ফেরিঘাট দ্রুত চালুর জন্য বার বার আশ্বাস দিয়েছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আমলারা। গত আট বছরে অন্তত তিনবার ফেরিঘাট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান স্বয়ং। অথচ ঘাট চালু হওয়ার কোনো লক্ষণই ছিল না। এদিকে কর্মসংস্থান হারিয়ে হতাশ এলাকার ব্যবসায়ী ,  পরিবহন চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার  প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান  পাবনা জেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিরোজ হোসেন-এর সহযোগিতায় ফেরিঘাটের জন্য রাখালগাছী নামক স্থান সরেজমিনে পরিদর্শন করেন। আরিচা-রাখালগাছী ফেরিঘাট আগামী ঈদ-উল-ফিতরের আগেই সম্পন্ন করার লক্ষে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সবুজ উদ্দিন খান। খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় ইতিমধ্যেই প্রকল্পটি পরিদর্...

১৪ অগাস্ট,২০১৯ রোজ বুধবার দূর্বার তারুণ্য কর্তৃক অায়োজিত পাবনা জেলাব্যাপী ৬০০ শিক্ষার্থীর অংশগগ্রহণে আমিনপুর থানাধীন মাশুমদিয়া ভবানীপুর কে জে বি ডিগ্রি কলেজে আঞ্চলিক গনিত এবং জীববিজ্ঞান অলিম্পিয়াড -২০১৯ অনুষ্ঠিত হয়।

১৪ অগাস্ট,২০১৯ রোজ বুধবার দূর্বার তারুণ্য কর্তৃক অায়োজিত পাবনা জেলাব্যাপী ৬০০ শিক্ষার্থীর অংশগগ্রহণে আমিনপুর থানাধীন  মাশুমদিয়া ভবানীপুর কে জে বি ডিগ্রি কলেজে   আঞ্চলিক গনিত এবং জীববিজ্ঞান অলিম্পিয়াড -২০১৯ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান,লিখিত পরীক্ষা,প্রশ্নোত্তর পর্ব,স্পট কুইজ,রুবিক্স কিউব সমাধান। প্রধান অতিথি ছিলেন পাবনা -২আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অাহমেদ ফিরোজ কবির।উদ্বোধক ছিলেন পাবান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.অামিন উদ্দিন মৃধা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্বার তারুণ্যের সভাপতি নাজমুল হক অনিক। পরিচালনা করেন দূর্বার তারুণ্যের সাধারণ সম্পাদক অাশিকুল হক সুমন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম স্যার,সহকারী অধ্যাপক,গণিত বিভাগ,পাবিপ্রবি;কাজী নজরুল ইসলাম স্যার;মোহেদায়েত উল্লাহ স্যার। বিশেষ অতিথি ছিলেন ড.প্রীতম কুমার দাস,প্রক্টর,পাবিপ্রিবি;মোঃ অানোয়ার হোসেন,সহকারী অধ্যাপক,অাই সি ই বিভাগ,পাবিপ্রবি;মাহমুদা সবুজ খান,ব্যাবস্থাপনা পরিচালক,সিনথী পাঠশালা;এম এ বাতেন খান,ব্যাবস্থাপনা পরিচালক,...