গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।



মাতুব্বর সুজন:- আজকে ০৪/০৫/২০ তারিখ দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস কভিড-১৯ আরও ৬৮৮ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৪৩ জনে।

এদের মধ্যে আরও ৫ জন মারা গেছেন। এনিয়ে মৃত্যুর সংখ্যা ১৮২ জন।

সুস্থ হয়েছেন  ১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫১ জন।

  মাতুব্বর সুজন
      খানেবাড়ি
মাশুমদিয়া আমিনপুর
        পাবনা।

Comments

Popular posts from this blog

মুক্তিযোদ্ধা আব্দুল কাদের

১৪ অগাস্ট,২০১৯ রোজ বুধবার দূর্বার তারুণ্য কর্তৃক অায়োজিত পাবনা জেলাব্যাপী ৬০০ শিক্ষার্থীর অংশগগ্রহণে আমিনপুর থানাধীন মাশুমদিয়া ভবানীপুর কে জে বি ডিগ্রি কলেজে আঞ্চলিক গনিত এবং জীববিজ্ঞান অলিম্পিয়াড -২০১৯ অনুষ্ঠিত হয়।