ঋণ থাকা অবস্থায় মারা গেলে এবং তা পরিশোধ না করা হ’লে শাস্তি পেতে হবে।

ঋণ থাকা অবস্থায় মারা গেলে এবং তা পরিশোধ না করা হ’লে শাস্তি পেতে হবে।
সেজন্য মৃত্যুর পূর্বে ঋণ পরিশোধ করা অত্যন্ত যরূরী। কারণ ঋণ বান্দার হক। তা বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না।

রাসূল (ছাঃ) বলেন,
‘মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ হ’তে ঋণ পরিশোধ করা হয়’।
(তিরমিযী হা/১০৭৮; আহমাদ ২/৪৪০ পৃঃ; রিয়াযুছ ছালিহীন হা/৯৪৩, সনদ হাসান)।

ঋণ পরিশোধ ব্যতীত মৃত্যুবরণ করলে হাশরের মাঠে নিজস্ব নেকী দিয়ে ঋণের দাবী পূরণ করতে হবে।
(বুখারী, মিশকাত হা/৫১২৬)।

একসাহাবীর মাত্র দুই দিরহামের জন্য কবরে শাস্তি হচ্ছিল,অন্য সাহাবী যখন তার ঋন পরিশোধ করেছিল তখন তার কবরের আযাব বন্ধ হয়েছিল।
(আহমাদ হা/১৪৫৭৬;
ছহীহুত তারগীব হা/১৮১২)।

অতএব,
ঋণ পরিশোধের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে।

সুতরাং ঋণ পরিশোধ করা আবশ্যক। সম্ভব না হ’লে ঋণদাতার নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। ঋণদাতা ঋণ মওকূফ না করলে সমাজ ও সরকারের নিকট থেকে সাহায্য নিয়ে ঋণ পরিশোধ করতে হবে।

Comments

Popular posts from this blog

মুক্তিযোদ্ধা আব্দুল কাদের

১৪ অগাস্ট,২০১৯ রোজ বুধবার দূর্বার তারুণ্য কর্তৃক অায়োজিত পাবনা জেলাব্যাপী ৬০০ শিক্ষার্থীর অংশগগ্রহণে আমিনপুর থানাধীন মাশুমদিয়া ভবানীপুর কে জে বি ডিগ্রি কলেজে আঞ্চলিক গনিত এবং জীববিজ্ঞান অলিম্পিয়াড -২০১৯ অনুষ্ঠিত হয়।